Surprise Me!

বিজয় দিবসে বায়োস্কোপ ফেরি করছেন ইউসুফ | Jagonews24.com

2021-06-15 0 Dailymotion

একসময় গ্রামাঞ্চলের মানুষের কাছে শহীদ মিনার, স্মৃতিসৌধ, সংসদ ভবন, লালবাগ কেল্লার মতো গুরুত্বপূর্ণ স্থাপনা দেখার অন্যতম উৎস ছিল বায়োস্কোপ। কালের বিবর্তনে সেই বায়োস্কোপের দেখা এখন আর মেলে না। তবে বিরল হলেও এখনও বংশ পরম্পরায় কেউ কেউ পূর্ব পুরুষদের এই পেশাকে ধরে রেখেছেন। তাদের একজন মো. ইউসুফ।<br /><br />রাজধানীর কামরাঙ্গীর চরে ইউসুফের বাড়ি। আগে তার বাবা সেকান্দার বায়োস্কোপ দেখাতেন। সেকান্দার এখন অসুস্থ। তাই সংসারের হাল ধরতে ইউসুফই এখন রাজধানীর লালবাগ কেল্লা, শহীদ মিনার, সদর ঘাটের পার্কসহ বিভিন্ন জায়গায় নিয়মিত বায়োস্কোপ দেখান।<br /><br />বিস্তারিত পড়তে ক্লিক করুন - https://www.jagonews24.com/national/news/546347

Buy Now on CodeCanyon